বুধবার সকালে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জহিরুল ইসলাম পাটোয়ারী (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন।
এ নিয়ে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এর বাইরে কর্ণফুলী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল।
সন্তোষ চাকমা জানান, আগে গ্রেপ্তার হওয়া মিজান মাতব্বরের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ঘটনার সাথে দুইজনের যুক্ত থাকার কথা জানিয়েছিল। এদের একজন জহিরুল ইসলাম।
জহিরুল ঢাকায় বাস চালান জানিয়ে তিনি বলেন, তাকে আদালতে সোপর্দ করার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির সময় তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের শিকার নারীরা ঘটনার পরদিন মামলা করতে গেলে ঠিকানা জটিলতার কথা বলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ।
পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পাঁচ দিন পর মামলা নেয় পুলিশ।
থানা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর এ ঘটনার তদন্তভার নেয় পিবিআই।
একে/এম