বৃহস্পতিবার নগরীর কুসুমবাগ গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দগ্ধরা হলেন- তানভিরা আক্তার (৩৫) এবং তার দুই সন্তান তানজিনা (১৩) ও তানজিদ হাসান (৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গরীব উল্লাহ হাউজিং সোসাইটিতে গোলাম মহিউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলায় সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তানভিরার অবস্থা আশঙ্কাজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
একে/এম