সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার কেঅ্যান্ডটি লজিস্টিকস লিমিটেডের ক্যানটিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জসীম উদ্দিন বলেন, ‘ক্যানটিনের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় তিন কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
একে/এম
Powered by : Oline IT