আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ জানান, বৃহস্পতিবার গভীর রাতে দেওয়ানহাটে ‘ইউনিটি ফ্যাশনস’ নামের ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রহ্লাদ সিংহ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
আগুনে কারখানার কাটিং ও ফিনিশিং বিভাগের কিছু মালামাল পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “দেড় লাখ টাকার মতো মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় বিপুল ক্ষতি এড়ানো গেছে।”
একে/এম