সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে খেতে গিয়ে পদদলিত হয়ে নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিহত ঝন্টু দাসের ভাই অরুন দাস চকবাজার থানায় এ মামলাটি করেন। চকবাজার থানার ওসি নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার রাতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান। এসময় অর্ধশত ব্যক্তি আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন।
স্বজনদের সূত্রে জানা যায়, নিহতরা হলেন- সুবীর দাশ, কৃষ্ণ প্রসাদ দাশ, প্রদীপ তালুকদার, ঝন্টু দাশ, ধনা শীল, টিটু, লিটন দেব ও রাহুল দাশ। নিহতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন। তার নাম রাহুল দাশ।
একে/এম
Powered by : Oline IT