সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলো- মো. রুবেল (২২), আলমগীর (২৪), নাজিম সানি (২৫), আরিফ (২২), পাভেল (২৫) ও আকাশ নাথ (২৩)।
বিবাদমান দুই গ্রুপের এক পক্ষ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং অন্য পক্ষ স্থানীয় ছাত্রলীগ নেতা মিঠুর অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
এসআই পলাশ ঘোষ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হামজারবাগ এলাকার রহমানিয়া স্কুলে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরী’র শোক সভা ছিল। সভা শেষে আসার পথে বিবির হাট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছয় ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’
এ বিষয়ে জানতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘শুনেছি বিবির হাট এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত নই।’
একে/এম
Powered by : Oline IT