সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামে চার নারীকে ধর্ষণের ঘটনায় বাপ্পি (২৩) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৮ ডিসেম্বর মোহাম্মদ সুমন ওরফে আবু এবং ফারুকী নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মোহাম্মদ সুমন ওরফে আবু গ্রেফতার বাপ্পির বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
ওসি সৈয়দুল মোস্তফা বলেন, ‘ঘটনার পর থেকে বাপ্পি পলাতক ছিলেন। তার ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার পর আজ সন্ধ্যায় আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামের এক বাড়িতে ডাকাতির পর চার নারীকে ধর্ষণ করে তারা। ধর্ষিত চার নারীর তিন জন সম্পর্কে জা হন, অন্যজন তাদের ননদ, তিনি ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। ধর্ষিতদের মধ্যে একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন রাত ১টার দিকে জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। ভোর ৪টা পর্যন্ত তারা ওই ঘরে ছিলেন। প্রথমে ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা হাতিয়ে নেয়, পরে অস্ত্রের মুখে জিম্মি করে চার নারীকে ধর্ষণ করে। এরপর ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি দামি মোবাইল সেট ও নগদ ৮৭ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
একে/এম
Powered by : Oline IT