সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রামের শুভপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার নব্য জেএমবির আত্মঘাতী দলের দুই সক্রিয় সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। পরে মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান দুই জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বিকালে আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী দুই জঙ্গির রিমান্ডের খবর নিশ্চিত করেন।
উল্লেখ্য, সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদরঘাট থানাধীন শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলা থেকে পুলিশ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন- আশফাকুর রহমান ওরফে আবু মাহের আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবী তিতুস (২২) ও রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাউদ্দিন আইয়ুবী ওরফে আবু তাইসীর আল বাঙালি (১৯)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে হাতে তৈরি ৮টি গ্রেনেড, দুটি বড় বোমা ও দুটি সুইসাইডাল বেল্ট, টার্গেট ওয়ান লেখা স্কেচের একটি ম্যাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মোবাইল ট্যাব উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, এই দুই জঙ্গি সদরঘাট থানাকে হামলার জন্য টার্গেট করেছিল।
একে/এম
Powered by : Oline IT