লোহাগাড়ায় নিহত নির্মাণ শ্রমিক মো. লিটন (২২) কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার নুর আমিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়া চুনতি জয়নাল আবেদীন বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে যান লিটন।
“বেলা সোয়া ১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে সীতাকুণ্ডের বার আউলিয়ায় মাইক্রোবাস চাপায় মারা যান পথচারী সাইফুল ইসলাম ওরফে শাকিল নামের একজন।
নিহত সাইফুল স্থানীয় মিজানুর রহমানের ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বোর্ড অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
বার আউলিয়া হাইওয়ে ও সীতাকুণ্ড থানা পুলিশ গাড়ি চাপায় একজনের মারা যাওয়ার বিষয়টি জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
একে/এম