১৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ৩ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। এক বিবৃতিতে তিনি বলেন, মহিউদ্দীন চৌধুরী একজন নির্লোভ, নিরহংকারী ও চট্টগ্রাম দরদী মানুষ ছিলেন। চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি তার চিন্তা চেতনা দিয়ে চট্টগ্রামের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তিনি বলেন, বাংলাদেশের মুক্তির আন্দোলন সংগ্রামে চট্টগ্রামে আমরা এক সাথে অংশ নিয়েছিলাম। মহিউদ্দীন চৌধুরীর সাহসী ভূমিকা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মহিউদ্দীন চৌধুরী শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় পর্যায়ের নেতা। একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে তার মৃত্যু খুবই বেদনাদায়ক। তিনি বলেন, চট্টগ্রামের মেয়র থাকা অবস্থায় তার দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। একজন কর্মনিষ্ট ও সজ্জন মানুষ হিসাবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবার নয়। তিনি বলেন, যারা দেশের জন্য ও সমাজ উন্নয়নে কাজ করেন তারা যুগ যুগ ধরে তাদের কর্মের জন্য অবিশ্বরনীয় হয়ে থাকেন। মহিউদ্দীন চৌধুরী ও আমাদের মাঝে তার কর্মের গুণে বেঁচে থাকবেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Powered by : Oline IT