আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা।
তিনি বলেন, কারখানার চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানা ভবনের নিচতলায় বিভিন্ন কাঁচামাল রাখা ছিল জানিয়ে অগ্নিনির্বাপক কর্মকর্তা অতীশ বলেন, “আগুনে কিছু যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে।”
প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা জানিয়ে তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে পরে জানানো যাবে।”
একে/এম