বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
চকরিয়া প্রেস ক্লাবের জরুরী সভায় দৈনিক ইনানী বর্জনের সিদ্ধান্ত

চকরিয়া প্রেস ক্লাবের জরুরী সভায় দৈনিক ইনানী বর্জনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক একে এম বেলাল উদ্দিনকে নিয়ে দৈনিক ইনানী পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা ও মানহানীকর বিজ্ঞপ্তি প্রকাশ করায় গতকাল ২ জানুয়ারী’১৮ইং বিকাল ৪টায় চকরিয়া প্রেস ক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় একেএম বেলাল উদ্দিন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের জ্ঞাতার্থে তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ অব্যাহত রেখেছে তার বিষদ বিবরণ তুলে ধরেন। সদস্যরা এ ধরণের কুরুচিপূর্ণ ও মানহানীকর বিজ্ঞপ্তি প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকার প্রকাশনার দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে আহবান জানান। সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যসহ চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির যৌথ সিদ্ধান্তে গতকাল ৩ জানুয়ারী’১৮ ইং থেকে দৈনিক ইনানী পত্রিকা চকরিয়ায় বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সাথে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেন। মানহানীকর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আইনী আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ (আমাদের সময়) সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী (ইনকিলাব), প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম জাহেদ চৌধুরী (পূর্বকোন), বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী এডভোকেট (দিনকাল), বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি রফিক আহমদ (নয়াদিগন্ত), সাবেক সিনিয়র সহসভাপতি এম এইচ আরমান চৌধুরী (ইত্তেফাক), সহসভাপতি জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার), সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন (ভোরের ডাক), ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন (সকালের কক্সবাজার), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন (সৈকত), বর্তমান দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ (আজকের দেশ বিদেশ ও সকালের সময়), নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী (জনতা), সদস্য মোস্তফা কামাল (কালবেলা), মোহাম্মদ জাহেদ (বাংলাদেশ বেতার), এম আলী হোসেন (করতোয়া), জিয়া উদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), নির্বাহী সদস্য অলি উল্লাহ রনি (খবরপত্র-কক্সবাজার ৭১), এম মনছুর আলম (সাঙ্গু-সাগরদেশ), সাবেক নির্বাহী সদস্য শাহজালাল শাহেদ (সংগ্রাম), নির্বাহী সদস্য আবুল হোছাইন (আপন কন্ঠ), এম সাইফুদ্দিন (গণসংযোগ), সাঈদী আকবর ফয়সাল (আলোকিত উখিয়া), আবদুল করিম বিটু (আমাদের চট্টগ্রাম) সহ প্রেস ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT