বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
চকরিয়ায় জাতীয়পাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চকরিয়ায় জাতীয়পাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ৩২ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ১ জানুয়ারী কক্সবাজারের চকরিয়ায় স্বরণকালের বিশাল শোডাউনের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনের মাধ্যমে এদিন চকরিয়া মগবাজার পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পাটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল এ সমাবেশ। সমাবেশের আগে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালী।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের এমপি ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হসনা, কক্সবাজার পৌর শহর জাতীয় পাটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌর মহিলা পাটির সভানেত্রী রেহেনা খানম রাহু, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সাধারণ সম্পাদক বিডিআর জাহাংগীর আলম, সহ-সভাপতি সাংবাদিক দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভানেত্রী হুমায়ুরা বেগম, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী আমাতুর রহিম হীরা, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা যুব সংহতির সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ, মাতামুহুরী উপজেলা যুব সংহতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক হাফেজ ইকবাল, পেকুয়া উপজেলা যুব সংহতি সভাপতি সাজ্জাদ, সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিকপাটির সভাপতি শোয়াইব মো.রুবেল, সম্পাদক বেলাল উদ্দিন, মগনামা জাতীয় পাটির সভাপতি মোহাম্মদ আলমগীর, টৈইটং সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পেকুয়া সদর ইউনিয়ন আহবায়ক আহমদ হোসেন মেম্বার, সদস্য সচিব ছরওয়ার আলম।

উপস্থিত ছিলেন খুটাখালী সভাপতি মোহাম্মদ শফি, সম্পাদক মোজাম্মেল হক, ডুলাহাজারা সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, বমুবিলছড়ি সভাপতি জাফর আলম, সম্পাদক নাজেম উদ্দিন, ফাসিয়াখালী সভাপতি বদরু ছালাম, চিরিঙ্গা সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক দিদারুল ইসলাম, লক্ষ্যারচর সম্পাদক আনোয়ার ইসলাম, কৈয়ারবিল সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক দিদার, কাকারা সভাপতি জাফর আহমদ বলী, সম্পাদক মো.রকিব, সুরাজপুর মানিকপুর সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সম্পাদক আইয়ুব জিহাদী, বরইতলী সভাপতি সাবেক মেম্বার মোজাফ্ফর আহমদ, সম্পাদক ফকির মোহাম্মদ, হারবাং সম্পাদক তোফায়েল আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাহারবিল সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক জসিম উদ্দিন, পুর্ববড় ভেওলা সভাপতি নাজেম উদ্দিন, বিএমচর সভাপতি বদিউল আলম, সম্পাদক হান্নান, কোনাখালী সভাপতি মৌলভী আক্তার, সম্পাদক শফিউল কাদের মেম্বার, ঢেমুশিয়া সভাপতি মোহাম্মদ রিমন, সম্পাদক রুহুল কাদের, পশ্চিম বড়ভেওলা সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সম্পাদক নুরুল আবছার, সহ-সভাপতি আবদুস শুক্কুর, বদরখালী সভাপতি শওকত আলী, সম্পাদক নুরুল আবছার। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাবেশে প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই জাতীয় পাটির সরকারের কোন বিকল্প নেই। কারন জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে দেশে যে ধরণের অভূতপুর্ব উন্নয়ন হয়েছে তা বিগত সময়ের কোন সরকার করতে পারেনি। দেশের জনগন এখনো জাতীয় পাটির উন্নয়নে আশাবাদী। তিনি বলেন, বিগত চারবছরে আমি চকরিয়া-পেকুয়া জনপদে সাধ্য মতো উন্নয়ন কাজ করেছি। জনগন আজ উন্নয়নের সুফল পাচ্ছে।

আজকের সমাবেশ প্রমাণ করে জাতীয় পাটির নেতৃত্বেই দেশে সুষম উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা সম্ভব। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জাতীয় পাটির সাথে থাকতে হবে। পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT