বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহীদুল আলম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫৮তম সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের সব দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তিন শিক্ষক হলেন – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল বারী ও এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান আলী।
রেজিস্ট্রার শহীদুল বলেন, ২০০৪ সালে মিটসুবিসু মটরসের ১৬ নম্বর টেকনিক্যাল রিভিউর একটি প্রবন্ধ তিন শিক্ষক প্রায় হুবহু নকল করেন বলে অভিযোগ ওঠে। তারা সেটা ইন্টারন্যাশনাল জার্নাল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২ নম্বর ভলিউমের প্রথম ইস্যুতে এবং ২০১৩ সালে আইসিএমআইএমইতে প্রকাশ করেন। বিষয়টা যাচাই করেন দেশের বিশিষ্ট চার গবেষক।
পরে অভিযোগটি সিন্ডিকেটে তোলা হলে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয় বলে তিনি জানান।
একে/এম