সিটিজি জার্নাল নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনোভাবেই সাজা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবার (০৩ জানুয়ারি) ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থান শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘পুরো মামলাটি কাল্পনিক।
দলিলের ওপর ঘষামাজা করে এই মামলাটি দায়ের করা হয়েছে। আদালতে আজ পর্যন্ত মূল নথি পাওয়া যাচ্ছে না। শুধু ফটোকপি ঘষামাজা করে প্রসিকিউশন এই মামলাটি দায়ের করেছে।’
মওদুদ আরও বলেন, ‘১৯৯৩ সালের ঘটনা জালিয়িাতি করে ২০০৮ সালে মামলাটি সৃজন করা হয়।’
ষষ্ঠ দিনে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘আমরা একশ ভাগ আশাবাদী রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর মাধ্যমে মামলা প্রমাণ করতে পেরেছি।’
একে/এম
Powered by : Oline IT