শুক্রবার বেলা আড়াই টায় কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই দুর্নীতির মামলা থেকে বেগম খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করে খালাস হয়ে আসুক।
“কেননা একজন সাবেক প্রধানমন্ত্রী এতিমদের টাকা আত্মসাৎ করে দুর্নীতিবাজ প্রমাণ হোক, গোটা জাতি লজ্জায় পড়বে, এটা আমরা চাই না।”
কিন্তু খালেদা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন বলে মন্তব্য করেন হানিফ।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দলটির নেতারা দাবি করে এলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, আদালতের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
হানিফ বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন, স্বাধীনভাবেই বিচার কাজ চলছে। এখানে রায়কে প্রভাবিত করার কোনো সুযোগ নেই।
“তাই বেগম খালেদা জিয়া যদি নির্দোষ প্রমাণে ব্যর্থ হন তবে আদালতের রায় তাকে মেনে নিতে হবে। এ ক্ষেত্রে মিথ্যাচার করে বা জনগণকে বিভ্রান্ত করে তার অপরাধকে আড়াল করারও সুযোগ নেই।”
তবে আদালতে খালেদা জিয়া দোষী প্রমাণিত হচ্ছেন বলে বিএনপি নেতাদের মনে শঙ্কা কাজ করছে, তাই তারা আগে থেকেই নানা ধরনের মিথ্যাচার করছেন বলে হানিফের দাবি।
দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করেন হানিফ।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মী ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একে/এম