সিটিজি জার্নাল নিউজঃ খাদে পড়া ট্রাক উদ্ধার করতে গিয়ে এক পা হারিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সানাউল্লাহ (৩৫)। রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান।
আলাউদ্দিন তালুকদার বলেন,‘ আহত সানাউল্লাহ ফায়ারম্যান হিসেবে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত আছেন। রবিবার ভোরে ঠাকুরদীঘি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটির উদ্ধার কাজে অংশ নিতে গিয়েই সে আহত হন। দুর্ঘটনায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
একে/এম
Powered by : Oline IT