সিটিজি জার্নাল নিউজঃ ‘আগামী ২২ জানুয়ারির মধ্যে এক লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের ফেরত পাঠানো হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতোমধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আজই এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারকে হস্তান্তর করা হবে।’ শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
রাখাইনে মানবিক বিপর্যয়ের পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ রোহিঙ্গাসহ নতুন পুরনো মিলিয়ে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে এসেছেন এবং এখনও অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসাও পেয়েছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনে করি রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে। এজন্য প্রত্যাবাসন চুক্তি ও ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এখন ওয়ার্কিং গ্রুপ দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরিয়ে নেওয়ার কাজ করছে। শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে এবং নিজ দেশে ফেরত পাঠাবে। সেজন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।’
এসময় বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও স্রোতের মতো জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কে এলো না এলো তা আমাদের দেখার বিষয় নয়।’
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ এসময় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
একে/এম
Powered by : Oline IT