আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের ব্যাপারে উনার আপত্তি। উনি এসব সদস্যদের বলেছেন অবৈধ প্রতিনিধি।
আমি ড. কামাল হোসেন সাহেবকে সবিনয়ে বলতে চাই, ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ নির্বাচিত হয়েছিলেন। আপনি কি তাহলে সে সময় অবৈধ সংসদ ছিলেন?
শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বর্তমান সংসদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের ‘অনির্বাচিত’ আখ্যায়িত করেন প্রবীণ আইনজীবী কামাল হোসেন।
শনিবার বিকালে মোহাম্মদপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শনকালে তার ওই বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
বুধবার অনুষ্ঠিত কয়েকটি পৌরসভা ও ইউনিয়নের ভোটের ফলের ভিত্তিতে তৃণমূলে বিএনপির চেয়ে নিজেদের অবস্থান শক্ত বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি বলেন, “৪৩টি ইউনিয়ন ও ৬টা পৌরসভার নির্বাচন হয়েছে। তারা পৌরসভায় জয় পেয়েছে ১টি। এটাই তো তৃণমূল। তৃণমূলে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল। তৃণমূলের প্রমাণ সর্বশেষ যে ইলেকশন।
৪৩টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি পেয়েছে পাঁচটি, ৩১টা পেয়েছি আমরা। পৌরসভায়ও আমরা পেয়েছি চারটি। কাজেই তৃণমূলের দাবি করে তাদের লাভ নেই। তাদের তৃণমূলের অবস্থা অত্যন্ত দুর্বল।
একে/এম