সিটিজি জার্নাল নিউজঃ নিউ ইয়র্কে জঙ্গি হামলার দায়ে অভিযুক্ত আকায়েদ ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলতো বলে জানিয়েছেন তার খালু জয়নুল আবেদিন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তহসিলদারের বাড়িতে (আকায়েদের নানা বাড়ি) তিনি এ কথা বলেন। জয়নুল ছেলে-মেয়ে নিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকছেন।
তিনি বলেন, ‘আড়াই/তিন বছর আগে আকায়েদ তার নানীকে নিয়ে সন্দ্বীপ এসেছিল। তখন সে সন্দ্বীপে কিছু দিন ছিল। আমি মাঝে মধ্যে শোনার জন্য কিছু ওয়াজ আমার মোবাইলে রেখেছিলাম। আকায়েদ ওগুলো ডিলেট করে দেয়। ওই সময় সে বলেছিল, এগুলো শুনা বেদায়াত। এগুলো (ওয়াজ) না শুনায় ভালো।’
জয়নুল আবেদিন আরও বলেন, ‘আকায়েদ কখনও দাঁড়ি কাটতো না। সে ছোটবেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সে নম্র-ভদ্র হয়ে সবসময় কথাবার্তা বলতো। কখনও তার মধ্যে এলোমেলো আচরণ দেখা যায়নি।’
আকায়েদের খালাতো ভাই মাহমুদুর রহমান মিশু (জয়নুল আবেদিনের ছেলে) বলেন, ‘ আকায়েদ যখন নানীকে নিয়ে আসতো তখন আমাকে নামাজ পড়ার জন্য বলতো। আমরা নামাজ পড়ি না কেন সেজন্য বকাবকিও করতো। সে এরকম কাজ করবে আমরা ভাবতেও পারিনি।’
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় নিউ ইয়র্ক পুলিশ। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসবাদের তিনটি ধারায় অভিযোগ এনেছে নিউ ইয়র্কের পুলিশ।
আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার হাজারীবাগে। আকায়েদ স্থায়ী মার্কিন নাগরিক হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতো। প্রথমে ড্রাইভিংয়ের কাজ করলেও সম্প্রতি সে ভাইয়ের একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানে কাজ করতো।
একে/এম
Powered by : Oline IT