স্পট ফিক্সাররা ম্যাচ পাতাচ্ছে, এমন দাবিতে ছায়াচ্ছন্ন হয়ে পড়েছিল ওয়াকায় অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। এক ওভারে নির্দিষ্ট রান দিয়ে ‘স্পট ফিক্সিং’ করা হবে ১ লাখ ৪০ হাজার পাউন্ডের বিনিময়ে, দুজন জুয়াড়ি এমন খবর দ্য সান এর আন্ডারকভার সাংবাদিকদের দিয়েছে। অবশ্য কোনও খেলোয়াড়ের নাম ওই রিপোর্টে উঠে আসেনি। এমন খবর চাউড় হওয়ার পর বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে আইসিসি। সার্বিক পর্যবেক্ষণ শেষে তারা অ্যাশেজে ‘ম্যাচ পাতানো’র দাবি নাকচ করে দিয়েছে।
পার্থের ওয়াকায় ম্যাচ পাতানোর কোনও ‘প্রমাণ’ পায়নি বলে আইসিসি জানিয়েছে। বিশ্ব ক্রিকেট সংস্থার দুর্নীতিবিরোধী ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বৃহস্পতিবার জানান, এমন কোনও ঘটনার সম্পর্ক তারা খুঁজে পাননি।
তিনি বলেছেন, ‘এই টেস্ট ম্যাচ পাতানোর যে খবর দ্য সান দিয়েছে, আমাদের প্রাথমিক তদন্ত শেষে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্ত জুয়াড়িদের সঙ্গে এই টেস্টের খেলোয়াড়দের যোগাযোগ থাকার কোনও চিহ্নও খুঁজে পাইনি আমরা।’
তবে তদন্ত এখানেই শেষ করছে না আইসিসি। তারা এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখে আরও অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, ‘দ্য সানের কাছ থেকে আমরা সংশ্লিষ্ট সব ধরনের তথ্য হাতে পেয়েছি। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট অনুসন্ধান করবে আরও।’ ক্রিকইনফো
Powered by : Oline IT