সিটিজি জার্নাল নিউজঃ এমপিও ভুক্তির দাবিতে অনশন শুরু করছেন ননভুক্ত শিক্ষকরা। রবিবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ অনশন শুরু করেন। এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে একই জায়গায় শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
অনশনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন শিক্ষকরা। রাজশাহীর বাগমারা উপজেলার মানিগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা তহুরুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর জন্য দোয়া করেন। পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপিও ভুক্তির দাবিতে আজ সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাবো। ২০০৪ সাল থেকে আমি ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনও টাকা দেওয়া হয় না। এ অবস্থায় আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা এ অবস্থা থেকে উত্তোরণ চাই।’
একে/এম
Powered by : Oline IT